গিরগিটিরা থাকে আনন্দে        
নভ জুড়ে মেঘ সঞ্চারিলে            
সাময়িক ক্ষুধা তৃষ্ণা ভুলে          
ওরা চলে যায় অন্তরালে।          


বিপদে বাঁচার দায়ে ওরা            
বিয়ের আঁচল-জোড় মতো          
বন্ধনে-আবদ্ধ হতে নিয়ত            
খোঁজে সমগোত্রী বর্ণচোরা।          


নিজেদের ইচ্ছা ঢেকে রেখে            
প্রতিদিন নেকড়েদের মতো            
শিকার সন্ধানে বসে থেকে            
ওরা রাত্রিতে জাগে নিয়ত।            


সুমিষ্ট খাবারের গন্ধ পেলে    
সুলুক সন্ধানী সব বর্ণচোরা
তখনি ঝাঁপিয়ে পড়ে সদলে
সবটাই গিলতে চায় তারা।