পালকি চলে   দিবস কালে
       ভীষণ জোরে
ভিতরে রাজা   বুঝছে মজা          
        টলছে ওরে।              


প্রজার সাজা   বইছে বোঝা
        গায়ে গতরে            
বোঝার ভারে  ঘাড়টি নড়ে    
        বিপদ বাড়ে।


প্রজারা চোখে    ঝাপসা দেখে      
        অচল দেশে    
বিকট চোখে    কালচে মুখে    
       কাঁদছে শেষে।
                    
দেখছে রাজা   প্রজার সাজা      
        শরীর দোলে
দোলার ফলে   প্রভাত কালে      
        হেঁচকি তোলে।


বলছে রাজা    দেখরে প্রজা
       প্রভুর পেটে  
দোলার ফলে   এই সকালে    
       নড়ছে কীটে।        


খাবার গুলো   হজম হলো    
       দিবস প্রাতে
মণ্ডা মিঠাই   জানিস খাই
       টিফিন পাতে।
          
জাগছে খিদে   তাই এনে দে  
        মলের থেকে          
আদেশ নামা   ভাঙতে মানা
        নিজের থেকে।


বেয়ারা গনে    ভালোই জানে
        রাগলে রাজা
চোখ উলটে     ভোল পালটে
        দেবেই সাজা।


ভাবছে প্রজা     এমন সাজা
        চাই না মোটে
পালকি জলে     ডুবিয়ে দিলে
        সেসব মেটে।