ঠোঁটে লিউকোপ্লাষ্ট,সেসব আবার নিজ হাতে লাগানো
আদালতে বিবেচ্য বিষয় পেগাসাস ইস্যু,তাইতো মৌন।
আগে স্বদেশী আন্দোলনকারীদের খুঁজতো ইংরাজ-সেনা
স্বাধীনতার পরে বিরোধীরা সরকারের কু নজরে কেন?      


কী ভাবো বসে?সংসদে প্রতিপক্ষদের ভাবো কি গৌণ?
জেনো,সাংসদেরা জনগণের দ্বারা নির্বাচিত সমান মান্য।
উদ্বিগ্ন জনসাধারণ পেগাসাস ইস্যুতে,বলো হচ্ছে টা কি?  
বিরোধী সাংসদদের উপর নজরদারি চলে কি কখনো?


রাষ্ট্রের উন্নতি কল্পে সাংসদদের মধ্যে বৈরিতা কাম্য নয়
স্বদেশের উন্নতির ভাবনা যেন সকলের স্নায়ু-রজ্জুতে বয়।
দেশমাতার সকল সন্তানেরা ভেদাভেদ ভুলে ধরলে হাত
সব কাজে সমন্বয় বজায় থাকলে মানবতার হবেই জয়।