যদি দাবার বোরের মতো চলো ভাই
কিবা শামুক যেভাবে চলে ঠিক তাই
     সোজা পথে ধীরে ধীরে
     মন মরা ভাব ছেড়ে  
সাপের ছোবল খেয়ে বেঁচে থাকা চাই
নিজ বাসনা মেটাতে মজে থাকো ভাই।
  
যদি ত্বরায় গন্তব্যে যাবে ভেবে মরো
সদা পরের অনিষ্ট করে যেতে পারো
     যথা প্রয়োজন কালে
     কালনাগ বিষ ঢালে
নিজ স্বার্থের তাগিদে সেই পথ ধরো
রোজ পরের অনিষ্টে মাথা কুটে মরো।


যদি ত্বরায় পৌঁছবে ভাবনায় রাখো    
সদা তোষণ নীতির কথা ভেবে দেখো
     মই চড়া রপ্ত করো
     দ্রুত লয়ে মই চড়ো
সেই বাঁশরি সাপের লুডো খেলা শেখো
বেঁচে থাকার উপায় সবে ভেবে দেখো।