প্রাকৃতিক সম্পদ লুটের স্পৃহায়
কতক অসৎ কারবারি মজেছে।
জিলিপি র প্যাচের মতো জড়ান
ভাবনার কুণ্ডলী তাদের মগজে।


ওরা অজস্র অরণ্য ধ্বংস করে  
সম্পদের মায়াজালে ডুবে আছে।  
দুখাতুর ক্ষত-বিক্ষত বনানী রা      
প্রতিদিন ওদের পরমাদ গুনছে।  


রবির প্রখর রশ্মি ধেয়ে আসে
মরুভূমি তে সর্বত্র ছেয়ে গেছে।
তীব্র ধূলি-ঝড় বইছে উল্লাসে
চারদিকে হাহাকার রব ভাসে।


পশুপাখি ও নর নারীর শবদেহ
ভূতলে শায়িত রয় পাশাপাশি।  
ভস্মীভূত শবগুলির গাত্র থেকে  
সদা চিতাভস্ম ঝরে রাশিরাশি।      


বনানী শিকারি রা এই ধরণীর      
কতখানি ক্ষয় ক্ষতি করে গেছে    
দাব দহে প্রজ্বলিত চিতাগুলির      
দৃশ্য কল্পে এখনো ভুলে আছে।        


অরণ্য লুটে দের জীবন্ত দেহ গুলি  
দাবে প্রজ্বলনে স্থান করে দিতে    
বহমান বায়ু স্রোত নিবিষ্ট চিত্তে
চিতাভস্ম সরাবে ই দিনে রাতে।