অরুণ কিরণে       স্নিগ্ধ সমীরণে
            এসো নব বর্ষ
মনের গহনে        আজ প্রতিক্ষণে
            জেগে ওঠে হর্ষ।
নন্দন কাননে      মু্ক্ত সমীরণে
             মনে নাহি ভার
আছি রাত জাগি    তব কৃপা মাগি
            খোলা আছে দ্বার।
বাজছে গো শাঁখ      এসো হে বৈশাখ
             নব বর্ষ প্রাতে
প্রভাতী উৎসবে       দুঃখ ঘুচে যাবে
            তোমারি হাসিতে।
যত ক্লেশ ছিল       দৈন্য বিধেঁছিল
             রোজ দিনে রাতে
সেই মলিনতা        অন্ধ সংকীর্ণতা
             ঘোচাও প্রভাতে।