ভারত মায়ের সকল সন্তান      হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীস্টান            
                   একই দেশ ভূমিতে জন্ম নিয়ে
একই জল,বায়ু,ফল সেবনে      বেড়ে ওঠে সবে নিজ দেহ মনে                  
                   স্বদেশ রক্ষা করে হৃদয় দিয়ে।


এই দেশ-মাতার অপার স্নেহ      রোজ ভোরের আলোয় সিক্ত গেহ          
                    ঘোচায় দুঃখ কষ্ট রয়েছে যত  
তার ভালোবাসার শিশির বিন্দু     স্নিগ্ধ সমীর যেন কৃপার সিন্ধু    
                     যোগায় নিয়ত প্রাণশক্তি কত।
        
তার সন্তান রা সবে ভাই ভাই      ভালোমন্দ ভাগ করে নেয় তাই                      
                     রক্ত দানে বিভেদের দেখা নাই।
সদা হিমাদ্রি র পাদদেশ থেকে       দখিনে সিন্ধু অবধি সব দিকে      
                    প্রেমের যাদু-কাঠি র ছোঁয়া পাই।


জাতি ধর্ম নিয়ে কারো জন্ম নয়    বিভেদের জাঁতা কলে কেন ভয়
                     সামাজিক রীতি রাখলে বজায়।                  
মানুষ চলবে বিবেক বিশ্বাসে       সেথায় ভাই আঘাতের কি আছে?
                     বাঁধ  দিয়ে নদীকে কি রোখা যায়?          


কতক পাষণ্ডের দুর্মতি ঘোর       নিজেদের স্বার্থ সিদ্ধি তে বিভোর
                      মানুষের সম্প্রীতি নাশে নিপুণ
জানে না কতটা আহাম্মক তারা    দৃঢ় রাখি-বন্ধনে আবদ্ধ যারা
                     তাদের প্রেম হিংসার শত গুন।              


সেথায় কাটতে চাইলে আঁচড়    জুটবে না কোন লোকের কদর
                     রাখি বন্ধন জেনো এতোই দৃঢ়  
জাতির জীবনে আসলে আঘাত   জুটবে গো তারই অভিসম্পাত
                     বুঝবে সমাজ কত খানি রূঢ়।


রাখি বন্ধন জেনেছি ইতিহাসে    পৌরাণিক কাহিনীতে ও রয়েছে
                   মনে ঠাই নিয়ে আছে স্তরে স্তরে
শ্রাবণ পূর্ণিমা তিথি টিকে ঘিরে    অসুর নিধন করবার তরে
                   চেতনা জাগুক সবার অন্তরে।


বঙ্গভঙ্গ রোধে রাখির বন্ধন     সবার ঘরে পালিত অরন্ধন
                  ইংরেজের টনক ধরালো জানি।
রাখি বন্ধন সামাজিক উৎসবে   সম্প্রীতি রক্ষা হোক অনুভবে
                   সবে বাঁধা পড়ুক একটু খানি।