শাঁখের ধ্বনি দে রে সবে
প্রলয় রণ এখনি হবে।      
প্রতিযোগীরা সমর সাজে
বোড়ে রয়েছে ওদের মাঝে।


ওরা বাক্য বাণে বেশ পটু              
যা বলে রোজ সবই কটু।
অনেক ছুঁড়েছে বাক্যবাণ
হার মেনেছে সব কামান।


এখন ওরা সমর সাজে  
মাঠে ময়দানে বিরাজে।
খড়গ হাতে আসছে তেড়ে
পা গুলি ওদের নড়বড়ে।    


উঠতে বসতে মাথা ঘোরে  
হাওয়া ঘুরলে যায় পড়ে।
কোমর বেঁকে দাঁড়ায় ওরে
সজনে গাছের ডাল ধরে।


পোশাক ওদের দেহে চাই      
সেসব নিয়ে ভাবনা নাই।
গদির লোভে মাতছে ভাই
যে করেই হোক গদি চাই।


বসতে চায় গো রাজাসনে  
লড়ে যাবে এই দিনমানে।
শাঁখ বাজাও মহিলা সবে
বাদ বাকিরা পাশেই রবে।