অরুণ রেণু        বায়ুর বেণু    
     জাগে গো শারদ প্রাতে।          
তাদের সনে        বাঁশের বনে
     পাখীরা কুজনে মাতে।        

ওদের ডাকে       গাছের শাখে  
     ফুলের কলিরা হাসে          
গ্রামের দেশে        বাউল হেসে
    যায় গো অজানা দেশে।        

মাঝির গানে       সুরের তানে          
     মনের দুয়ার খোলে        
নায়ের দাঁড়ে       ছিলার তারে
     সুরের লহরি তোলে।              

গানের কলি       ওঠে গো ফুলি
     শিশুর হাসির মতো
দিবস প্রাতে        দেখি গো তাতে    
     মনের মাণিক শত।    

দুখের দিনে       আপন মনে
      যখন সেসব গাই            
মায়ের মায়া      তাহার দয়া  
    জোটে গো অঢেল ভাই।        
        
নদীর জলে       তরণী দোলে            
      মাতন ধরায় মনে  
দিবস প্রাতে       মায়ের সাথে
      পরখ করেছি ক্ষণে।

শিয়রে বসে       জননী হেসে        
       আগমনী গান গায়
পরীর বেশে       ঘুমের দেশে    
     সেসব ভোলা-ই দায়।