রেসের ঘোড়ার মতো ছুটে গেছি
কল কারখানার গেট থেকে
ক্লাব  হাউস হয়ে মাঠে ময়দানে,
শহীদ মিনার ও ব্রিগেডের জনসভা ছুঁয়ে
সমগ্র বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তের
অসংখ্য জন সমাবেশে বারবার।
সর্বত্র কান পেতে একাগ্রে শুনেছি
ছোট-বড় সব নেতা-নেত্রীদের ভাষণ।
দেখেছি তাদের মুখ নি:সৃত অনাহুত
অশুচি শব্দ গুলি ঘটাচ্ছে বিস্ফোরণ।
ধূমকেতুর মতো কুণ্ডলী পাকানো সেই
শব্দ বারুদ সমাজে দ্রুত ছড়িয়ে আজ
আগুন জ্বালাচ্ছে যখন-তখন।
দেখেছি সেসব অপরিশীলিত শব্দগুলোতে
নেতা-নেত্রীদের নেই কোনো নিয়ন্ত্রণ।
শুনেছি স্কুল ফেরত শিশুদের মুখে
লজ্জায় ঘৃণায় ওরা বলে গেছে মুখ বেঁকে-
এই অনাসৃষ্ট শব্দগুলোকে এখনি
সরাতে হবে ওদের অভিধান থেকে।