আমি ছাড়া তুমি হায় হায়-
মনিবের শূন্য ঘরে অগ্নি বাঁয়,
কিবা আছে তাঁর রূপ মহিমায়-
সাধারণ অসাধারণ সর্ব মনুষ্যই একই ছাই।


হয়তো তুমি রাজা অপরের ভরসা-
আজ আছো কাল নাই মানুষের রায়ে বার্তা,
আজ রাজা শক্তিতে তুমি তাজা-
কাল ঘুরন্ত চাকা জনগণ খেপিলেই তুমি ফাঁকা।


যতোই করো তুমি বাহাদুরি-
জনতার দরবারে তুমি চুনোপুটি,
মানুষের উপর শাসন পীড়ন করিছো আজি-
জনতাই করিবে শোষন জাগিলে কিরণ কালি।


তোমারও আছে ঘরে মানিকের মানিক-
জালিবে ভবিষ্যৎ-এর বাতি জাগতিক,
সবারোতো ঘরে আছে গরিবের মানিক-
নাহয় ছোটো বড়ো তাঁর মতো জগতের প্রতীক।


ভুলে যাও তুমি উচ্চ নিম্ন ধর্ম বর্ণ জাতি-
ভুলে যাও তুমি ধনী গরীব ভেদাভেদি ছুঁতি,
এসো মোরা ভারতমাতার সর্ব সন্তান সন্তানাদি -
এসো মোরা ভারতভূমির জয়গান সর্বমিলি একত্রে করি।


আমরা একই ভূমি বায়ু বারি আলোতে আছি বাঁচি-
আমরা একই গাছ বৃক্ষ লতা গুল্মীতে বেঁচে আছি,
আমরা একই মাটি জল বাতাস আলো দ্বারা জীবিত আছি-
আমরা একই পৃথ্বীর উৎপন্ন আহার বিহার দ্বারা জীবিত ও মৃত থাকি।