চাষবীনে ফসল ফলে ন্যায্য সৎ-এ-
কহে তাঁরে ন্যায় মূলে ভালোর ভালো শীর্ষে,
চাষহীনে ফলন নহে অন্যায় অসৎ-এ-
বহে তাঁরে অন্যায় চূড়ে মন্দোর গন্ধ শিরে।


বিশ্বাসের নিঃশ্বাস বহে মহৎ বিশ্বজুড়ে-
গাছ বৃক্ষ লতা গুল্ম বন সবুজ পত্রে,
নিঃশ্বাসের বিশ্বাস লহে জীবন প্রাণ মনুষ্য সর্বে-
কীটপতঙ্গ পশুপক্ষী স্তন্যপায়ী সরিসৃপ জলচ স্থল লয়ে।


বিশ্বাসের বিশ্বাস লয়ে বসবাস করে মনুষ্য কূলে-
পশুপক্ষ পক্ষী জীব প্রাণী স্থল জলচ সর্ব দ্বয়ে,
নিঃশ্বাসের বিশ্বাস দ্বহে দহন করে মনুষ্যে-
নিঃশ্বাস বিষাক্ত করে বিষাক্তের বিশ্বাসে মানুষে।


চারিদিকে ছুটিছে বিষাক্তে সর্পরূপ মানবী মানবে-
মিঠাই বিষের থালা হাতে- সর্পের ফনা বদনে,
চতুর্দিকে মুনাফায় ভরে সুযোগ সন্ধানী মনুষ্য জমে-
কুকুর শিয়াল কাক শকুন চিল হিংস্র পশুরূপ মানুষে লোটে।


প্রতিবাদে জেগে উঠতেই ভন্ডরা কহে ব্যাচারা নেশায় মত্ত সর্বে-
ভিক্ষার থালায় লাথি মারে ক্ষুধার অন্ন চুরি কর্তি কর্তে,
শিক্ষা করেছে অশিক্ষায় মিথ্যা পাঠ্যে শিক্ষার আসবাবপত্র বেঁচে-
বিদ্যায় ভরেছে ভ্রমশিক্ষায় স্বয়ংশিক্ষা বাদে পুঁথিগাড়ে।


সভ্য সমাজকে করেছে অসভ্য সমাজ কিছু স্বার্থ মনুষ্যে-
নব প্রজন্মের ভবিষ্যৎএর কথা ভুলে মত্ত সর্ব স্বার্থে,
ভালো সৎ ন্যায় নিষ্ঠাকে উপেক্ষা করে মেতেছে নরনরে-
মন্দ অসৎ অন্যায় অনিষ্ঠাকে কার্যকরেছে নিঃস্বার্থহীন মানুষে।


ভাষন দেয় জ্ঞান দেয় মুখোশ আড়াল করে মিষ্টি বদনে-
হাত বুলায় পথ দেখায় দিব্য জ্ঞান সম্পন্ন কান্ড জ্ঞানহীন মানুষে,
দিবায় হাঁকদেয় মায়া জুড়াই আত্মসাত ভন্ডামিতে-
নিশিরাত্রে ডঙ্কা সাইরেন বাজায় নারীর পানে মনোমালিন্যে।


সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারত বর্ষে-
ধর্মকে পিছুটানে অধর্মের তরে পশ্চিমবঙ্গ রাজ্যে,
রাজ্যকে করেছে বেসামাল অধর্মে কুৎসা করে কর্তি কর্তে-
সামাল দিতে নাজেহাল স্বার্থসিদ্ধি মুখ্যমন্ত্রী নারী পদে।