জীবনের ভালোবাসা দানার মুহা নয়,
প্রাণের ভালোবাসা অন্তরের গুহা চয়।
মানুষের ঘাড়ে আছে কত ভালোবাসা-
তাদের পশ্চাতে পীড়ে শত দাতা,
যাহাতে দিতে পাড়ে সমন ব্যথা-
তাহাতে নিতে পারে দমন বার্তা।
দিতে পারে মান জাণের দাম জাহাণ,
নিতে পারে প্রাণ ত্রাণের কাম জামান।
যখন ছিল রাজা তখন রাজছত্র ছিল একা-
এখন ঘুরেছে চাকা দাতা হয়েছে বাঁকা,
রাজ্যে দিয়েছে হানা রাজকোষ শুন্যে ফাঁকা-
ক্ষুধার ভেরি সুধার তরী হয়েছে সাবক ছানা।
মৃত্যুর রণভূমে কঙ্কাল ভিড়ে আজও কান্না ভাসে,
রক্তে ভাসানো ভূমির বুকে বসতি মাতার কোলে।
দিবা জাগে নিশি হয় -নিশি জাগে দিবা হয়-
দিনরাত্রি পরম্পরায় সময় বিনে সন্নিকোটায়,
দেশের মহদ বিনে কেহ যদি না আসে ডাকে-
তুমি চলো গাঙের ধারা বেয়ে একলা নদে।
পৃথ্বীর সবকিছু ধায়ে সৃষ্ট জগতে একাগ্র বলে্,
জগতের সর্বকেতু বহে একান্ত মনে সৃজনে।
সামার নিকট হতে ভাদলা পায় যদি দানি-
তাঁর নিকট হতে দুব্বার মান পেতে কিবা দোষী,
আদান প্রদানে দানী বিদায় স্বার্থে পূর্ণি-
চাওয়া পাওয়াই বসতী হাঁকে একাকী।