সৃষ্টির পথ অবিরাম অবিরত-
পৃথ্বীর পথ শেষহীন চক্রত,
মনুষ্যের রথ জীবনের পথ-
ধ্বংসের পথ অনিবার্য নিশ্চত।


ছুটিছে পথে দিগ হতে দিগন্তে-
হাটিছে জীবনের পথে অফুরন্তে,
চলিছে জীবন মুখে জীবন্ত শিরে-
হাঁকিছে চলন্ত পথে অগ্রসর বিদ্যাপীঠে।


উঠিছে উদয় আলো সূর্যি পূর্বদিকে-
হেলিছে অস্ত আলো রবি পশ্চিমে,
জাগিছে চন্দ্র নক্ষত্র নিশি ঈশানে-
ভেকিছে মনুষ্য ভূমি বারি পৃথিবীতে।


চারিদিকে ছায় আলো হতে আন্ধারে জুরায়-
চতুর্দিকে বায় আঁধার হতে আলোতে পূর্ণায়,
ভূমন্ডলের জীবনের পথ যদি শেষ না হয়-
মনুষ্যের জীবন পথ কোথায় গিয়ে দাঁড়ায়?।


চলিতে চলিতে জীবনের পথ থমকে দাঁড়ায়-
শিশু শৈশব কৈশোর যৌবন বৃদ্ধ মনুষ্য হারায়,
ঘুরিতে ফিরিতে বিন্দু হতে শেষে বিন্দুতে মিলায়-
সুখ দুঃখের সামিলে জীবনের পথ পথেই বিলায়।


কখনো সুখে দুঃখে কখনো বিরহ কাতরে পথ কাঁদায়-
সর্বদায় জীবনের পথ সময়ের ক্ষনে সময়ে ধায়,
উচ্চ নিম্ন মধ্য সর্বক্ষণে সময়ে সময়ের পান কায়-
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীবনে জীবনের পথ বৃথাই।


জীবনের পথ সোজা নয় বড় আঁকাবাঁকা-
জীবনের পথ সহজ সরল নয় বড় কঠিনে বাঁধা,
জীবনের পথ দূর্গম বৃদ্ধি নিম্ন সৃষ্টির লীলা-
জীবনের পথ জন্ম মৃত্যু উখান পতন বিধানের খেলা।