মৃত্যু মানেই সৃষ্টির বিন্দু -অনন্ত বিহীন-
মৃত্যু দানেই কৃত্তির বিম্বু -নিরন্ত জীবীন,
মৃত্যু পানেই পৃথ্বীর সিন্ধু -চিরন্ত বীরদিন-
মৃত্যু যানেই জয়ীর জিতু -অমরত্ব স্বীকৃতির মীন।


ভয়তো ভীতু নর নারীর ভীরুতার পরিচয়-
ভয় অবক্ষয় নয় সুঁচালো ধারু ভূতার চয়,
মৃত্যুঞ্জয় সুভাষ স্বামী রবী ক্ষুদি বিনয় বাদল দীনেশ শহীদ ময়-
দেশের প্রতীক কড়ে তুলী শীর উড্ডায়মান বিশ্বদয় মৃত্যুর জয়।


ভয় তাঁহারে কয় -সদর হতে পশ্চাতে ধায়-
বিজয় সাদরে লয় -কঠোর হতে কন্টকে ক্ষয়,
জয় তাঁহারে বয় -জ্ঞানর বিদ্যে নিষ্ঠারে লয়-
পরাজয় তোমারে ছুঁয়ে রয় -পাথর স্বার্থে নিঃস্বার্থে কায়।


মৃত্যুর শিখা বহে লাভাগিরি আগ্নেয়ও পর্বতে-
জয়ের পরাজয় দহে মিছে বার্তা জল্পলতা সমে,
পরাজয়ের বিজয় সহে নিষ্ঠে সাড়া দৃঢ়তা কড়ে-
স্লোগানের রিক্তা রক্তে সহস্রে স্বাধিনতা বৃথা নহে।


ভয়! সেতো বীরুতার মুখ্য সুখ্য পরিচয় নয়-
ভয়! সেইতো প্রতিকার -রক্তে রাঙানো পতাকা উদায়মান জয়,
সাদা সবুজ গেরুয়া -শান্তি ধৈর্য্য ত্যাগ সর্বদা প্রান ত্রাণ উদয়-
চক্র অশোক স্তম্ভতা -গতির গতি জীবন বাহী স্থানান্তর দয়।


ভয়! -কিসের ভয়-
ভয় ব্যর্থতার নয়,
ভয় সফলতার বার্তা বয়-
ভয় বিজয়তার জয় সর্তা লয়।


ভয় সাইরেনের ধ্বনিকে করে অবক্ষয়-
ভয় রণডঙ্কার ধ্বনিকে করে ক্ষয়,
জয় দৃঢ়তার বীরকে করে সদয়-
নির্ভয় সবাকার তরে জীনকে করে বিজয়।


বিশ্বের আছে অজস্র দেশ,এক এক নামে সমাবেশ-
ভারত বাংলাদেশ বাংলায় ভরা আবেশ,
শারদ পুষ্প ফুলে সৌন্দর্যে পূর্ণা স্বদেশ-
নিখিলের কাছে সহস্র লেশ,মাত্রার ভয় চূর্ণা শেষ।


কাপুরুষের ভয় -সেতো মৃত্যুর পরিচয়-
ভয়! বীরত্বের নয় -সেইতো জয় দৃঢ়ত্ব সর্ব সময়,
বীরপুরুষের জয় -এইতো শহীদ প্রানের ত্রাণ সর্ব অক্ষয়-
বীশ্ব মায়ের জয় -নেইতো ভারত মাতা বিনা অবক্ষয়।


ভয়! সভ্যতার নয় -যুগ হুযুগের নয়-
মান্ধাতার নয় -দ্বাপর যুগান্তরের নয়,
ভয়! সত্যতার নয় -কলিজার নয়-
বিশ্ব নিখিল ব্রহ্মাণ্ডের নয়;
মান হুঁশের নয় -মানুষের সর্বদায়।


ভয় ক্ষয়ের নয় -জয়ের প্রমুখ সম্মুখীন সহায়-
নির্ভয় মনুষ্যত্বে জন্মায় -জয়ের টিকা রক্ষয়ের আশায়,
ভয়- চন্দ্র সূর্য্য তারা গ্রহ নক্ষত্র প্রাকৃতিক অপ্রাকৃতিক সৃষ্টির নয়-
ভয়- অসহায়ের নয় -জীব প্রাণীর অক্ষয়ের অনিশ্চিতয়তার হয়।


ভয়! কিসের ভয়-
জয় সবাকার হয়,
অন্তে-অন্তিমে অন্ত-মধ্যে প্রথমে সচেষ্টয় লয়-
একমাত্র মানুষ মনুষ্যত্বের সহায় হয় জয়ের জয়।


ভয়! কিসের ভয়-
ভয় মানুষের নয়,
জয় সর্বাকার হয়-
জয় দৃঢ় বীরত্বের হয়।


ত্রাণ পেতে প্রান যায় -ভয়ের জয়-
হীনতায় স্বাধীনতা -মৃত্যুর জয়।
স্বাধীনতায় হীনতা -জয়ের ভয়-
সাফল্যে ব্যর্থ,ব্যর্থে সাফল্য সর্বদয়।


জয়! কিসের ভয়-
ভয় মৃত্যুর জয়,
ভয় বীরত্বের তন্ময়-
জয় বীর বীরত্বের হয়।


ভয়! কিসের ভয়-
জয় কিসের ভয়,
জয় জয়ের জয়-
জয় মৃত্যুর জয়।