যদি ভালোবাসো এতো জ্বীনে ধরিত্রী মাতারে-
তবে থাকো কেন প্রবাসে পরবাসে দিব্য পড়ে,
ধাত্রী কাঁদে দুয়ারে দুয়ারে শান্তির মাগে-
আঁচল পাতে জীবন্ত ভীড়ে মৃত মনুষ্যের নাশে।


পরেনি সে বসন ভূষণ বাঁধেনি সে কেশ-
তাঁর কাছে যে হারমানে বিশ্বব্যাপী দেশ,
করিছে মৃত্যু জয় আরবার কড়ে দুর্জয় গড়িতে স্বদেশ-
বিশ্বাস দীর্ঘশ্বাসে দুর্গম শান্তি রেখেছে গরিমা অবশেষ।


কেটেছিল ঝড়-বৃষ্টি সনে জীবন সংগ্রাম শিশুর তান-
দিয়েছিল মান তাজা রক্তের জীবন্ত মানুষের প্রাণ,
আপন স্বজন পরিজন ভূমি শুধু হাহাকার বলিদান-
স্বদেশ ছাড়ি ভিনদেশে পারি কেবল মনি দিশা ত্রাণ।


জ্বলিছে ন্যায় সত্যের স্রষ্টার ক্লান্তি মনি ধমনী-
উরিছে স্বার্থের বাণী পুরিছে সত্য জয়ের মহৎধ্বনি,
হাঁকিছে হায় কাঁপিছে তাই সুধার ক্ষুধা অন্ন জ্যোতি-
ডাকিতে ধায় স্বার্থে নিঃস্বার্থে শূন্য হতে পুনঃর পূর্ণি।


ঘুচবে সকল কারার বাঁধন সূত যবে পূজবে-
যাচবে যেদিন আসবে সেদিন তবে বুঝবে,
উদয় ঊষা অস্ত রবির কিরণে দিবাকর সনে-
সদয় ভানু পটন্ত শশী নিশার ঈশান ললনে।


সত্যের কালি হাঁড়ি কড়াই-ত্রর দোয়াত কাঠি-
তাঁরা ছিলো বৃক্ষের পত্র ছত্র সত্যের মাপকাঠি।
দারিদ্র থেকেও শির উঁচু করে বাঁচিবার তরে ছোটি-
ক্ষুধার জ্বালা ক্ষয়ে মাটি বক্ষে ধরি মুক্তির পানে তোটি।


সত্যের পথে ন্যায়ের মতে সৎকড়ে সত্যের জয়ে-
স্রষ্টা নিষ্ঠার মনে দস্যুকে হার মানে শত্রুকে দমনে,
ধ্বংসিছে যুগ-যুগান্ত শিক্ষা বাও জ্ঞান দেও প্রজন্ম ক্ষুধে-
প্রাণ নাশে শিখরে সত্যের ত্যাজে জ্যোতির ন্যায়ে।


জ্বীন ত্রাণে মানুষেরা ধরেছিল প্রাণ অস্ত্র-
লজ্জা নিবারণে পরেছিল লতাপাতার বস্ত্র,
সভ্যতার অস্ত্র বসন ভূষণ গাত্র তাদের মাত্র-
সভ্যতা আজ প্রাণ-নাশে মত্ত হাতে রক্তের পত্র।


কে আছে আতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা অন্তর্যামী-
নাই কোনো ভেদাভেদ জাতি অভেদ মনুষ্য জাতি,
করিয়াছে ভেদাভেদি অমানুষী নৃত্য চমুকি-
সমাজে গান গায় খন্ড জয়তাই স্বার্থবাণী শীর্ষি।


নাজানি তোমাতে আমাতে আছে মহৎ মহতি-
কিজানি আমরা অতুল অসীম ভবিষ্যৎ মতি,
কে মোরা মোরে হয়ে যেতে পারি অমনি-
হারিছে ক্ষুধার মনি মরিছে ক্ষুধার অন্তর্যামী।


প্রাচীন অন্তে আদিম অন্তিমে কলি নির্বিশেষে-
সত্য ত্রেতা দ্বাপর কলিযুগ হতে আজবে কাল-অকালে,
যুগ হতে যুগান্তরে কাল হেতু কালান্তরে সময় পরিক্রমে-
যেমতি উদয় গমে তেমতি অস্ত বিদায় গমনে।


ঈশানের জ্যোতি আসিছে ধরার মর্তে মনুষ্যরূপে-
ফিরাইব কেমনে তাঁরে আনিব সত্যের বাস্তবে,
উদিছে জ্যোতির আলো দিগ দিগন্ত লোকালয়ে-
মুদিছে দিশার জ্ঞানো তুটিছে কালের তিমি জ্ঞাতরে।