ছুটিয়াছি তোমার লাগি পথচাহী-
আজও তোমার জন্য আছি অপেক্ষার্থী,
চলিয়াছি আমি তোমারি পানে বাহী-
সেই হতে এই যুগ হতে যুগে অশেষ যুগান্তরী।


ঊষা বায় ক্লান্তি ধিকি তোমার চারিপাশি-
সূর্য্যের জ্যোতি ফোটে তোমারি দিশি,
রবির রাশি রশ্মিতে মাতে অজস্র রঙি-
সূর্য্যির রশ্মি জাগে প্রভাব সর্ব মুখী।


গোধূলি বায় তোমারি আশে বার্তায়-
পশুপক্ষী প্রকৃতিরা তোমারি নাম গায়,
তোমার নামে ঘরে ফেরে সৃষ্টির ব্রতায়-
সন্ধ্যা ভাসে সৃষ্টির মূলে তোমার ছায়ায়।


ডানা ম্যালে বোল ফোটে পৃথ্বী চলে পুনরায়-
দিবানিশি নিত্য জাগে তোমারি পথ চাওয়ায়,
গ্রহ নক্ষত্র তারা আলো জ্বালে তোমার আশায়-
চন্দ্র শশী ভানু জোস্নায় হাঁকে ডাকে তোমায়।


বিশ্বাস করো ভরসা রাখো সর্বদায় আমায়-
থাকবো আমি চিরদিন চিরকাল যুগে যুগে তোমায়,
আস্হা রাখো নির্ভর করো সর্বদা আমায়-
বাঁচবো আমি সুখে দুঃখে একান্ত পরস্পরে তোমায়।


রামধনু ভাসে ঈশান আকাশে-
তোমারি বর্ন গঠনে সপ্তরঙে,
গুপ্ত আছে সাতা বর্ন আলোক রাশি আলোর মাঝে-
রবি আলোক সম্মুখে বারির ঝর্না দিলে সপ্তরশ্মি ধনু জাগে।


তোমারি নিমিত্তে ঝড়বৃষ্টি হয় সনে বজ্রপাত বায়-
বিদ্যুৎ চমকায় ঝলসায় প্রকৃতির সৃষ্টি অপেক্ষায়,
তোমার হেতু খালবিল নদীনালা সমুদ্র সাগর মোহনায় মেশে-
সর্ব জল একত্রিত হয়ে ডাকে হাঁকে পাড়ের কূল গড়ে নাশে।


জল আলো বাতাস ভূমি তোমার জন্যি-
প্রকৃতির সর্ব সৃষ্টি পৃথ্বীর গতি অগ্রগতি তোমারি,
ভূমন্ডল গ্রহ নক্ষত্র তারা সূর্য্য চন্দ্র তোমার দানী-
সর্ব একে অপরে পরস্পর পরস্পরে মিলন তোমার সৃষ্টি।


প্রেম প্রীতি ভালোবাসা কথাবার্তা সবসৃষ্টি তোমার আবির্ভাবী-
সময় অসময় স্নেহ মায়া মমতা অপেক্ষা তোমার সৃষ্টি,
আশা ভরসা ঊখান পতন নাশ বিনাশ উপেক্ষা তোমারি কীর্তি-
লুপ্ত বিলুপ্ত গুপ্ত অগুপ্ত ধ্বংস বিধ্বংস সর্ব মূল্য অমূল্য অপেক্ষার্থী।


সৃষ্টি তুমি আছো সৃষ্টির মাঝে-
আছি আমি অপেক্ষার্থী সৃষ্টি তোমাতে,
তুমি আছো সৃষ্টি অপেক্ষার্থী সৃষ্টির মধ্যে-
সবাই আছি ক্লান্তি সুখী সবিই সৃষ্টি তোমাতে।


সবাই কাঁদে হাসে তোমার উপস্থিতি-
সবাই সঠিক বেঠিক ভ্রম করে তোমার অনুভূতি,
সবাই হাসে কাঁদে সৎ অসৎ পথে চলে তোমারি উপলব্ধি-
সবাই সত্য মিথ্যা বলে ন্যায় অন্যায় করে তোমারি অপেক্ষার্থী।


সবাই সিঁধা বাঁকা ক্ষান্তি করে তোমার পথচাহী-
সবাই শান্তি অশান্তি ভ্রান্তি করে তোমার দিশা বাঁহি,
সবাই দিশারী ভুল করে তোমারি নিশানা দেখি-
সবাই ক্লান্তি সুখে দুঃখে চলে তোমারি দৃষ্টি বায়ি।