পান্ডা পান্ডা -পান্ডারে পান্ডা,
এসেছে দুষ্টু ছাড়া দ্বারগাঁ।
ভরেছে দেশ জুড়ে বারুদের গোলা,
করেছে পৃথ্বী জুড়ে জীবন মরণের খেলা।
চলেছে বর্ষের পর বর্ষ ধরে সনদের পাঞ্জা,
মেতেছে দিকহতে দিগন্তরে জীবনের দন্ডা।
ভরিছে ধর্মে -অধর্মা অধর্মে -ধর্মা,
করিছে নিষ্ঠায় -অনিষ্ঠা অনিষ্ঠায় -নিষ্ঠা।
মাতিছে মানি্তে দাসত্ব গোলামে মনুষ্যতা,
চলিছে সম্পর্কে হানিত্ব সৎনাশে ব্যাকুলতা।
পান্ডা পান্ডা -পান্ডারে পান্ডা,
সত্য গ্যাছে মারা- মিথ্যায় ভরা।
সাদা মেঘে -কালো, কালো মেঘে -সাদা করো,
ঈশান পাতে রবির কিরণে সপ্ত রঙে চড়ো।
মুখেতে দারুচিনি বদনে বচন বিলায় ,
আঁখিতে কুন্ডঅগ্নি প্রাণঘাতে পান্ডা ধায়।
মাতৃ কাঁদে বন্ধা কোলে আঁচল পেতে,
দিক হতে দিপান্তরে ছোটে শূণ্য বক্ষে।
আঁখপাতে নারাজে স্বার্থে বাহে একমনে,
মাতা ছোটে নিস্বার্থে দেশের কল্যাণে।
পান্ডা পান্ডা -পান্ডারে পান্ডা-
তাহাদের ঘাড়ে আছে কত ভালোবাসা,
দাতায় ছেড়ে পাতায় ধরে দাতা-
খাতায় দেশে খাঁচায় করে নাশা।