সময়ের পর সময় বায়িয়েছে সময়-
স্বেচ্ছায় আপন অতিক্রম সর্বদয়,
আসিছে সহায় অতি হতে সিমীত সদয়-
ধায়িয়েছে সময় সিমীত হতে অতি উপযুক্তময়।


কার্য থেকে কারণ বহে-
কারণ হতে কার্য ধায়ে,
ক্ষণে ক্ষণে বহে সময়ে-
পূর্ণ অপূর্ণ ধার্য করে পরিক্রমে।


কোথা হতে কোথা আসি-
মিলন বিন্দু দিবা নিশি,
সময়ের সময় বিচ্ছেদ সমমিলি-
পরিগণিত সমান্তরাল সরল বক্র রেখা ধরি।


আরোহী বিরহীর জীবন ধায়-
পার্থিবো গড়িমের চলন গমন পন্হায়,
অতীতের ধর্ম বর্তমানে বিলায় শূন্যহীনতায়-
বর্তমানের কর্ম ভবিষ্যতে গড়ায় পরিপন্থির-মালায়।


সময় হতে সময় বাঁধাহীনে বায়-
কিবাতাঁর রয় কারো সহিতে সীমাবদ্ধ নায়,
সময় রহিতে সময়ের ধার্য মূল্য দিতে হয়-
ধাবিতে ধায় নচেৎ সময় পন্হার বাহিরে নয়।