সন্ধান হতে সন্ধানে মনুষ্যত্ব বিবেক খোঁজে-
সহজ সরল সমান্তরাল সোজা আদর্শ মানে,
চতুর্দিকে কঠিন হতে কঠিনত্বে ভরপুর মনুষ্যত্বে-
দশো-দিকে হানায় হিংস্ররূপে বিবেক মনুষ্যে।


কোথা হতে কোথা যাই আদর্শ-মান দিশানায়-
যে পথে বাড়ায় সর্বস্বার্থে পূর্ণ কানায় কানায়,
শুন্য হতে বকেয়া হায় সত্য জীবন্ত মৃত প্রায়-
আলোক আঁধার চক্রায় দিশা জ্যোতি নিশানায়।


ভালো মানুষ অন্ধকারে অনুসন্ধানে নতো-
অমানুষ আলোর দ্বারে সন্ধানে গতো,
আইনের শাসন মনুষ্যকে করে অক্ষতো-
শাসকের আইন মানুষকে করে ক্ষতো।


জীবন ফোটে জীবনের লাগামে-
মানুষ ছোটে জীবনের তরে বিকশিতে,
জীবিতে জীবন যাই মরণের কি অনিবার্য দায়-
জীবীতে মরণ নাই কর্মের দ্বারাই কৃতার্থ হয়।


আহার নিদ্রার ঘোর জীবনে স্বয়ং নিজে ভ্রষ্টদ্বারে-
সৎ অসৎ গতে স্বার্থ নিঃস্বার্থ পরিক্রম বিপাকে নতে,
নিষ্ঠা অর্জনে অনিষ্ঠা বর্জনে গতি যদি মানুষ হতো সতে-
মানুষ মানুষের জন্য পরম্পরায় যেতো না ভুলে অসতে।