রক্ত ঝড়েছে কী?চোখের জলে একফোঁটা,
বরং হয়েছো স্বার্থ মায়ের নিঃস্বার্থ হীন পিতা।
কোই রক্ত ঝড়েছে কী?চোখের জলে একফোঁটা,
বড়ো ছেলে ছোটো কন্যা-
চিরকালের পেয়েছে স্বর্গ-গীতা।
ফেলেছো কী?একফুটা রক্ত কণা,
বরং হয়েছো-স্বার্থ মায়ের নিঃস্বার্থ হীন পিতা।
পাঁচি কন্যার তুমি মাতা-
ছয়টি পুলার তুমি পিতা।
দিয়েছো কী?সমোদরে মাতা তুমি সহমর্মিতা,
দিয়েছো কী?সমদৃষ্টে পিতা তুমি সমাচারিতা।
করেছো কী?সমদারে পিতার পালনে সমাজ নিষ্ঠা,
করেছো কী?মাতৃস্নেহে মায়ের আঁচলে সম-পালন নিষ্ঠা।
করেছো মাতা ঝড়-তুফান্তোরা অবহেলা হ্যাংলামুতা,
করেছো পিতা সমাজ রক্ষিতে হেলায় হেলিতা।
যদি করতে মাতা সৎ অসৎ-এর নির্বিচারের বিবেচনা,
তবে কি!হতে নিন্দা অনিন্দার পুলে কন্যার মাতা।
যদি করতে পিতা একান্তাপনে সহোদরে স্বেচ্ছায় মানুষ পালিতা,
তাহলে কি!সৎ-অসৎ ভেদ-বিভেদ পিতার পরিচিতা।
ভবিষ্যতি আপন চিন্তার পথ-ছারি-
পরের ত্মরি গামীছো অন্ঝগলী।
পিতা তুমি ছেলি-পুলির ব্রতা ভুলি-
মাতা তুমি পুত্রী কনির ভাবনা দিতেছো বলী।
যব সমি সত্যজ্জাত ভূমির কোলে শিশু;
যদি শোভের শোপে মানুষ গড়ে নিতু-
তব কী?আলোকপাত হতে মনু অন্ধকারে জেতু,
তবে কি?সত্যজাতো মাতৃ পিতৃর পরিচিতা বঞ্চিত পেতু।
যেমনি- দুধ থেকে দই - দই থেকে ঘোল,
ঘোল থেকে ননি - ননি থেকে ঘী।
তেমনি- পৃথ্বী ভূমির বুকে একই ভূমিতে-
ভিন্ন বিভিন্ন বৃক্ষ পুষ্প ফল্কো ফলে,
অবহেলার ত্মরে মনুর মোনে-
সৎ-অসৎ চরিত্রে চিএ বিচিত্র ধরে।
যথাপি- বিনা যত্নে ভূমি বসত বসতির বুকে স্বাদ্ বিস্বাদে বিভিন্ন বৃক্ষ ধরে,
তথাপি- আগাছা বাগিচার পতিত কন্যা পুলের কূলে ভিন্ন চরিত্র ঘটে।
যথুপি- কারণ বিকারণি পরো-দ্বারের ঘাণী টানিছো দ্বাড়ি,
তদুপি- কারণ অকারণি সৎ অসৎ-এর লোচন মোচন কন্যা পুলি তরি বাঁহি।
যথোপি- বৈধে-অবৈধে পিতা হওয়া যায়-
তদোপি- অবৈধে বৈধে মাতা হওয়া যায় অতিসরলতায়,
যথুপরি- সৎ-অসৎ-এর পিতা মাতার কর্তব্য নিষ্ঠা পালন করা যেমন শ্রষ্টা বড়ো দায়-
তদুপরি- সৎ-অসৎ এর প্রকৃত পিতা মাতা হওয়া তেমন দুর্লভ কষ্টবড়ো দায়।
পিতৃ তুমি করেছো অভিনয়-
মাতৃ তুমি ধরেছো ছলনায়।
পাবে কী তাঁর পরিচয়?
প্রসবী পুএ কন্যায়।
রক্ত ঝড়েছে কী?
চোখের জলে একফোঁটা,
বরং হয়েছো মায়াবী মায়াবতী-
স্বার্থ মায়ের নিঃস্বার্থ হীন পিতা।