সেই যে ছিলাম-
এই যে এলাম,
সেই চলে গেলাম-
পথ শেষহীনে কি পেলাম।


কোথায় ছিলাম-
কোথায় এলাম,-
কোথায় চলে যায়-
মিছে থাকি বাঁধনের মায়ায়।


পাবো কিনা পাবো-
আসবো কিনা আসবো,
সেই তো চলে যাবো-
পিতৃ মাতৃ ভূবনো।


এসেছো যবে তবে-
ভবেরিই সংসারে,
দুই দিনেরি খেলার তরে-
সবিই কিছু রেখে- চলে যেতে হবে।


কেনো করো মিছে ছলনে,-
সবিই কিছু রেখে-
চলে যেতে হবে,
শুধু মায়ার বাঁধনে।


সেই যে ছিলাম-
এই তো এলাম,
সেই চলে গেলাম-
পথ শেষহীনে সেলাম।


কোথা হতে কোথা আসি-
কোথায় চলে যায়,
যাওয়া আসার বিরাম নাহি-
অবিরতো অবিরামে ধায়।


সেই যে ছিলাম-
এই যে এলাম,
সেই চলে গেলাম-
পথ শেষহীনে কি পেলাম।