কিসের এতো ভয়-
যদি করো জয়,
জীবন মানেই নির্ভয়-
করে নিতে হয় রক্তয়।


মান-হুঁশ নয় ক্ষয়-
জ্ঞান বিদ্যা সর্বোদয় অক্ষয়,
শিখে যাও শিক্ষার ভান্ডার বিজয়-
জেনে নাও শিক্ষার আলোয় অপরাজয়।


শিখতে গেলে বাঁকবে প্রথম শিক্ষার শিখায়-
জানতে গেলে থাকবে ক্রম বিদ্যার আলয়,
উঠতে বসতে শিখতে লিখতে বাঁধা দেয় শত্রুর পক্ষে-
তবুও তুমি ছিনিয়ে নেবে নিজ অধিকার পরক্ষ থেকে।


বাঁধা আসে বিপদ আপদ শুভ অশুভ পর্যায়ে-
তবুও তুমি উঠবে শেষে সুখ দুঃখ পরিক্রমে,
ভেবে দেখো প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে-
মানুষ যদি মান-হুঁশ লঙ্ঘন করে দন্ড দেবে মানুষে।


শিখতে গেলে লিখতে হয়-
লিখতে গেলে জানতে হয়,
হেরে গেলে জিতের চয়-
জিতে গেলে হারের পরিচয়।


শিখতে গেলে ঠকতে হয়-
ঠকলে কোনো ভয় নয়,
ঠকলে আবার জয় করা যায়-
জিতলে কোনো জয়ের আশ্রয়।


কিসের এতো ভয়-
ভয়কে করো জয়,
জীবন মানেই নির্ভয়-
করে নিতে হয় রক্তয়।


কিসের এতো ভয়-
যদি পারো জয়,
পরাজয় জীবনের পরিচয় নয়-
জয় মানুষ জীবনের শ্রেষ্ঠ চয়।