আজ আকাশে বৃষ্টি নেই,
মেঘের চোখে দৃষ্টি নেই;
রংধনুটা আর মিষ্টি নেই,
তাইত প্রেমের সৃষ্টি নেই।
আজ আকাশ একলা, বৃষ্টিও একলা,
তাইত আকাশটা আর হয় না মেঘলা।
বৃষ্টি যে আর শুনায় না তার কণ্ঠে গান,
যেই গানে সে মুগ্ধ করে কাড়ত প্রাণ।


আজ বৃষ্টি অন্য ধরায়,
কারে যেন প্রেম ঝরায়;
গান শুনিয়ে ঘুম পড়ায়,
আদর করে বুকে জড়ায়।
আজ আকাশ পুড়ছে প্রেমহীন খরায়,
আর অদ্ভুত বৃষ্টি কারে ভিজিয়ে যায়!
সেই বৃষ্টি তো হৃদয়শূন্য এক অনাবৃষ্টি,
যেই বৃষ্টি আকাশের জন্য হয়নি সৃষ্টি।


আজ আকাশ ভালো নেই,
দিন আর জমকালো নেই,
রাতের মায়ায় কালো নেই,
চাঁদের গায়েও আলো নেই।
আজ সবকিছুই যে ভীষণ এলোমেলো,
বৃষ্টিকে ভালোবেসে শুধুই বেদনা পেল;
বেদনার রংয়েই নিজেকে করল বর্ণিল,
এক ফোঁটা বৃষ্টির তৃষ্ণায় আকাশ নীল।


আজ আকাশে বৃষ্টি হলে
সাজত আকাশ বৃষ্টি জলে;
বৃষ্টিকে সে জড়িয়ে কোলে
রাখত অসীম প্রেমের তলে।
আজ বৃষ্টি কোথায় যেন ঝরছে অঝোরে,
স্বার্থপরের মতো হারিয়ে গেল শূন্য করে;
আকাশ শুধু ভিজতে চেয়েছিল বৃষ্টিতেই,
বৃষ্টি যে বহুমুখী, তাই আকাশে বৃষ্টি নেই।



রচিত: ১৭ জুন, ২০২৩ ইং, সাতমসজিদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।