শান্তিপ্রিয় শান্ত আকাশ পুড়ছে ভীষণ রোদে,
একটা কেবল প্রাণের তিতিক্ষায়...
দুঃখেরই পরে সুখ আসে গো বলে সমীক্ষায়,
তাই তো আকাশ বৃষ্টির প্রতীক্ষায়...


সূর্যটা হৃদয় হয়ে পোড়ায় ভীষণ কাছ থেকে,
কলিজাটাও শুকিয়ে গেছে প্রায়,
কাছের মানুষ দূরে গেলে ঠিক সূর্য হয়ে যায়,
আর এমন করেই পোড়ায় খরায়।


সেই কবে বৃষ্টি হারিয়ে গেছে দূরের অজানায়,
আকাশ যেন খাঁখাঁ মরুভূমি আজ,
এক ফোঁটা বৃষ্টির আশে কাঁদছে হাজার বছর,
তবু বৃষ্টির যেন অন্য জগতে কাজ।


তার ছোঁয়া আজও তোলে হৃদয়ে তোলপাড়!
মিশে আছে এখনো ঠোঁটের স্পর্শ,
খুব মনে পড়ে কাছ থেকে দেখা তার বদনটা,
সে ছিল মম জগত শ্রেষ্ঠ সংস্পর্শ।


সেই প্রথম সেই শেষ, ঘনিষ্ঠতা ক্ষণিকের তরে,
তবু লেশ না হয় শেষ মম অন্তরে,
ঝড় হেন এলে কাছে, ঝড়োহাওয়া হয়ে গেলে,
ফিরে এস বৃষ্টি, মন কেমন করে!


জানি, যে খেচর খাঁচা ভেঙে যায় আর না চায়-
ফিরতে তার পূর্বের বন্দিশালায়,
তবু হস্ত-বুকে বলি কষ্ট না পাবে কোনো দিনই,
আমি জ্বলি যতই দহন জ্বালায়।


আকাশ তো জ্বলছে মহাকাল ধরে উষ্ণ জ্বরে,
একদিন বৃষ্টি হবে, হবে ঝড়ও...
তাই আকাশ বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনে যায়‌,
খরায় পোড়া শত দিনের পরও...


রচিত: ৩০ জুন ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭