সময়ের কাছে হেরে গেলাম রে আমি!
হেরে গেলিও যে তোরা,
জীবন-কলে আটকে গেছি সবাই মোরা।
কেউ চাকরিতে, কেউ সংসারটা টিকাতে
করে চলছ জীবন যুদ্ধ,
কেউ তো হয়েছ মাটির ঘরে অবরুদ্ধ!
কেউ পুড়ে শ্মশানে মিশে গেছ বাতাসে,
ভুলিনি তো তোমাদের,
যেখানেই যে থাকো এক আত্মা মোদের।


কেন যেন বারবার করতে চাই আবদার,
ফিরে এস তোমরা সবে,
আরো কিছু সময় থাকি বড্ড মজা হবে!
কিন্তু বাস্তবতার কাছে পরাজিত মোরা,
কেউ বন্দি জীবন-বাঁকে,
কেউ চলে গেলে সব ভুলে নিয়তির ডাকে;
কিসের তাড়া ছিল, এত শীঘ্র যেতে হলো!
তাও রেখে বলতে বাকি,
এস প্লিজ, আরেকটু মোরা জড়িয়ে থাকি!


সময়ের চেয়েও দামি তোরা বন্ধু-সখা’রা,
ভুলে যেতাম সব তাড়া,
যখন আড্ডা হতো, ‘যাব আরেকটু দাঁড়া’।
স্কুল, কোচিংয়ে পড়ালেখার নিরব পাল্লা,
চলত নিভৃতে মিষ্টি করে,
ফাঁকে নিতি ছবি আঁকিয়ে, মনে কি পড়ে?
কিংবা ছন্দ-কবিতা লিখিয়ে নিতি অনেকে
কখনো বায়না গান করা,
মিষ্টি মধুর স্মৃতি-ভারে আজ বড় মনমরা।


কৈশোর শৈশব হারিয়ে গেল কই সব?
বিলুপ্ত কোন্ অজানায়!
এখনো সেই সুবর্ণ স্মৃতি ডাকছে আমায়;
তোমাদের কি আর ডাকে না এমন করে?
দেখ শূন্যে পেতে কান!
শৈশবের তরঙ্গ বাতাসে করছে আনচান;
আর আকাশে দেখ সেই কোলাহল ছবি,
চাঁদ-তারা লয়ে মারামারি!
ডাকছে সেই শৈশব, চল সখা যাই বাড়ি।


মক্তব, মাদ্রাসা, স্কুল ও কলেজের বন্ধু,
মিস্ করি বড্ড তোদের!
সম্পর্কটা আত্মার কিংবা প্রতিশোধের;
সব মনে করে আজ কাঁদছি অঝোরে,
ভুলো না তোমরা মোরে,
আমি‌ বেঁধেছি তোমাদের হৃদয়-ডোরে।
অভিমান, কষ্ট যত দাও বিদায় আজ,
শুধু ভালোবাসাই রেখো,
জীবনে ভালো কিছু করব মোরা দেখো।


আত্মার সাথে মিশে গেছ ওহে সব সখা,
পারব না যেতে কভু ভুলি,
এস আরেকবার করি একটু কোলাকুলি;
এস না আরেকটু কথা বলি খোলাখুলি!
জানি না কে কবে হারাবে,
আমাদের ছেড়ে ওপারে পাড়ি জমাবে;
হতে পারি আমি কিংবা প্রিয় তুমিও যে,
আয় ফিরে আয় সখা রে!
জীবন থাকতে আরেকবার দে দেখা রে!



রচিত: ২৬ অক্টোবর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।