কিশোর মুখে মনের সুখে
বাজায়রে তার বাঁশি,
কিশোরী ছোটে পুকুর ঘাটে
কোমরে জলের কলসি।


বাউল হাতে একতারাতে
গান গেয়ে যায় সুরে,
মাল্লা-জেলে রাখাল ছেলে
কাজ করে রোদ্দুরে।


মাঠের কোলে ফসল দোলে
দোলে ধানের শীষ,
একটি মেয়ের বয়স বিয়ের
ঊনিশ কিংবা বিশ।


বাংলা-ধ্বনি মধুর ক্ষণি
সুরটা যেন বীণার,
সবুজ দৃশ্য হারায় বিশ্ব
রূপের নেই রে কিনার।


রূপময় দেশে ঋতু ছয় আসে
এ বাংলা রূপের স্তূপ,
আশা ভালোবাসা মুখে বাংলা ভাষা
এই বাংলার রূপ।



(কবিতাটি ১৩ বছর বয়সে লেখা)
॥ রচিত: ১৫ জানুয়ারি ২০১৪, কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥