বন্ধু মানে একটি দেহের দুটি তাজা প্রাণ,
বন্ধু মানে দুই কন্ঠের একটি মাত্র গান।


বন্ধু মানে দূর থেকেও মনের কথা জানা,
বন্ধু মানে দূরে গেলেও প্রীতির টানে টানা।


বন্ধু মানে একটি ব্যথায় দুটি হৃদয় কাঁদা,
বন্ধু মানে প্রাণে-প্রাণে দৃঢ় সুতোয় বাঁধা।


বন্ধু মানে চোখাচোখির পলক না ফেলা,
বন্ধু মানে নিঃসংকচে সকল কথা বলা।


বন্ধু মানে অনেক ফুলের একটি যেন তোড়া,
বন্ধু মানে ভালোবাসার অটুট এক জোড়া।


বন্ধু মানে সরল মনে বিশ্বাসের হাল ধরা,
বন্ধু মানে বিশ্বাসেরই ঘাতকতা না করা।


বন্ধু মানে উন্মুক্ত গগনে মনের লেনা-দেনা,
বন্ধু মানে পদ-আঁচ আর ছায়া ছাঁচেই চেনা।


বন্ধু মানে যখন-তখন তার পানেতে ছোটা,
বন্ধু মানে সদা মনে আনন্দ ফুল ফোটা।


বন্ধু মানে ঠোঁটের কোনে মুচকি হাসি হাসা,
বন্ধু মানে চাহনি-ভানে বোঝা চোখের ভাষা।


বন্ধু মানে হাজার মনের একটি মালা গাঁথা,
বন্ধু মানে ফিসফিসিয়ে মিষ্টি-মিষ্টি কথা।


বন্ধু মানে হাতটি ধরে নির্জন পথে চলা,
বন্ধু মানে সংস্পর্শে ফুরফুরিয়ে জ্বলা।


বন্ধু মানে মরণ সনে পাঞ্জা লড়ে যাওয়া,
বন্ধু মানে পূর্ণ করা মনের সকল চাওয়া


বন্ধু মানে এক জীবনের বহু পথ চলা,
বন্ধু মানে জীবন-রণে হাজার স্মৃতির মেলা।


বন্ধু মানে জীবন-মরণ একই সনে থাকা
বন্ধু যাকে হৃদয় বিনে যায় না কোথাও রাখা।


বন্ধুত্বের মানেই হলো এক দেহেরই মাংস,
আর মম বন্ধু মানে হলো এক প্রাণেরই অংশ।


রচিত: ০৫ মার্চ ২০১৫; চলমান বাসে, সুলতানশাহী, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।