বাষ্প হয়ে যায় অভাগা’র দু-হাতে যা ছুঁই,
প্রিয় ভাবা মানুষ আজ সবচেয়ে দূরে তুই!
চাই যারে না-পাই তারে, না-চাই যারে পাই,
দুঃখ নদের সাঁতারু আমি, জলেও নাই ঠাঁই।


যার জন্য রংধনু আঁকি সে ডেকে যায় মেঘ,
যার পড়শে স্বপ্ন বুনি সে কেড়ে নেয় আবেগ;
যার জন্য সাগর সেঁচি সে রয় পাহাড় চূড়ায়,
যার পড়শে ক্ষুব্ধ হই সে যে আবেগ কুঁড়ায়।


যার তরে দুনিয়া সঁপি সে সঁপে না আমায়,
যার লাগি শুধু রাগি সে তো জড়ায় মায়ায়;
যার লাগি রাত্রি জাগি সে-যে নিরবে ঘুমায়,
যার তরে উদাসীন তারেই পাই প্রিয়তমায়।


কী রং মাখা এই দুনিয়া হয় না বোঝার সার‌,
রং চিনি না, সং চিনি না, বুঝি না ছল কার!
যারে বুঝি সে বোঝে না কেন ডাকি বারবার;
যে খানিক আমায় বোঝে, অবুঝ আমি তার।


রঙিন চশমায় রঙচঙা দেখি তাকাই যেদিকে,
চশমাটা খুলে দেখি আহা সবই লাগে ফিকে।
দেখি কারে, কারে চাই, কারে পেয়েও হারাই!
হিসেব কষে ক্লান্ত হয়ে জীবন তরী শূন্যে বাই।


হয়ত অভাগার এই ভাগ্য-জালের বুনন ঢিলে,
তাই বুঝি মোর স্বপ্নগুলো উড়িয়ে নিল চিলে;
ভুল মানুষের তরে সঁপে হৃদয়টাই পুড়ে ছাই,
চাই যারে না-পাই তারে, না-চাই যারে পাই!


(শেষ প্রহর [4:00 AM], ২ জুলাই, ২০২২; মিরপুর-১০, ঢাকা-১২১৬।)