জীবনের ভালোবাসা নেই আর কোন আশা,
বাঁচার কী প্রত্যাশা বুঝি না আর;
বিরহের গান শোনা সনে মরণের দিন গোনা,
এই তো জীবন চলছে আমার।


হারানোর যা সব ওরে যাক না হারিয়ে,
চাই না, চাই না ফিরে পেতে হাত বাড়িয়ে;
হারানোর কি বাকি আমার ইহকাল!
দুঃখ চিরকাল, আমার দুঃখ চিরকাল।



সেই যে চলে গেল আর না সে ফিরে এল,
হৃদয় পোড়া গন্ধটা কি পায় না?
এই তো আমি এখনো প্রতীক্ষায় তার জন্য,
হৃদয়ের কান্নাটা কি পৌঁছয় না?


ওরে ও-পাষানী কিভাবে যে গেলে ভুলি!
মনে কি পড়ে না একবার মম স্মৃতিগুলি?
যে স্মৃতি ঘিরে সাজিয়েছিলে মহাকাল,
দুঃখ চিরকাল, আমার দুঃখ চিরকাল।



জীবনের কত চাওয়া কত প্রেম ভালোবাসা,
তবে সব চাওয়া পূরণ কি হয়!
হাতে হাত রেখে চলা ভালোবাসা জিতে যাওয়া,
ভবে সবটা সবার জন্য তো নয়।


হেরে যেতেই হয়ত এসেছি আমি ধরাধামে,
যায় না ছোঁয়া যারে এঁকেছি তারে বক্ষ-বামে,
তাই তো পুড়ছি আমি, পুড়ব অনন্তকাল,
দুঃখ চিরকাল, আমার দুঃখ চিরকাল।


রচিত: ১১ মে ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭