এই জীবনের অর্থ কী?
এখনও হলো না জানা!
আর তোমার আমায় ছাড়ার স্বার্থ কী?
রইল তাও সব অজানা।
জানি না কেন এসেছিলে,
এসে আমায় শুধু বাঁচতে শিখিয়েছিলে,
শেখাতে হয়নি কিভাবে,
মরতে হয় তিলে তিলে।


মম এই জীবনের দিগন্ত
তব নীল কুয়াশায় ঢাকা,
তুমি ঠিক হয়েছ আড়াল কুয়াশা-চাদরে
ঘুরিয়ে নিয়ে‌ ভাল-চাকা।
তৃষ্ণার্ত পথিকের মতোই
আমি ছটফট করেছিলাম তোমার পানে,
কিঞ্চিত হৃদয়ে চেয়ে ঠাঁই,
তবুও তুমি মারলে প্রাণে।


তুমি পারো স্বপ্ন দেখাতে,
পারোও ভাঙতে সংসার,
তুমি বাঁচ অন্যের বুকে আপনকে করে পর,
যেন তৃণ তুমি পরগাছার।
আপন ভূমি ছেড়ে গিয়ে
তুমি উদ্বাস্তুর মতো বেঁধেছ ঘর তেপান্তর,
দেখনি ফিরে তব নামে
জায়গা কতটা এ অন্তর!


এই জীবনের অর্থ কী?
তোমাকে ছাড়া বাঁচার!
মিছে হয়ে গেছে পৃথিবী আমার এই মর্মে,
হেতু নেই বেঁচে থাকার।
তুমি অলীক শাহারার,
থেকে বালুর বুকে মরীচিকা হয়ে দাঁড়িয়ে,
করেছ আমাকে নিরাশ,
ছলনার দু-হাত বাড়িয়ে।


রচিত: ২৭ মে ২০২৩, সাতমসজিদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।