-হাস্যময়ী, তুমি যে রহস্যময়ী!
হাসিতে তব হয় পৃথিবী মৃন্ময়ী;
অযথাই তুমি হাসো, অকারণেই হাসতে ভালোবাস,
তোমরা হাসির রাজ্যে রাণী হতেই পৃথিবীতে আস।


ললনা তোমার হাসিতে ফাঁসি!
তাই দুর্বিপাকে যত প্রেমচাষী;
চুপি-চুপি দেখে-দেখে পৌরুষের সুখ যত নিভায়,
নিভৃতে প্রেমে ডোবে,‌ তোমাকেও যে ডুবাতে চায়।


—হাস্যময়ী, তুমি যে লাস্যময়ী!
তব ইশারায় যুদ্ধ হবে রক্তক্ষয়ী;
তবু পেতে হবে তোমায় যাক যৌবনের যত সঞ্চয়,
তব হাস্যঝলক দর্শন জোশে হয়ে যাবে রাজ্য জয়।


রচিত: ১৫ মার্চ ২০২২ ইং; ফুলবাড়িয়া, উত্তরা, ঢাকা-১২৩০।