দুঃখের দহনে বুকের গহনে ব্যথার বহনে,
যেন নিপীড়িত, আমি উছলিত,
জীবনের সাতকাহনে।


মনুষ্য প্রথায় রকমারি কথায় তীব্র ব্যথায়
আমি চূর্ণ বিচূর্ণ, ভঙ্গুর সম্পূর্ণ,
ভুগছি যে ব্যাকুলতায়।


দেখাই কারে খুঁজি যারে কোথা পাই তারে!
সে তো অধরা, হৃদে তৃষ্ণা ভরা,
খুলে সব কহিব যারে।


তাই ভাবি যত আরো তত হই যে ভাবনারত,
হেন ভাবনা রীতি, যার চাই ইতি,
তবু নিমগ্ন অনবরত।


দহন মম-ব্রত পুড়ছি সতত লয়ে অন্তর ক্ষত
সময়ের খেলায়, স্মৃতিদের মেলায়,
চিত্ত বড়ই মর্মাহত।


আর কতকাল ব্যথার এ হাল রাখিব বহাল
আমি বেশামাল, পোঁড়া এ কপাল,
জীবদ্দশা’ই বেহাল।


আমি দশাহীন বাঁচি আশাহীন কষ্ট চিরদিন
কেউ না ভাবুক, কেউ না ডাকুক,
দুঃখ ডাকে প্রতিদিন।


এভাবেই মরণ করবে হরণ এ জীবন-বাহন
সাঙ্গ হবে কাহন, অন্ত হবে দাহন,
জীবনের সাতকাহন।


রচিত: ০৪ জুলাই ২০২২; বেনারসী পল্লী, মিরপুর, ঢাকা-১২৩০‌।