ললনা...
আজকে তোমার জন্য মেঘের ডাকে বৃষ্টি হয়েও
হলো না।
তুমি আসবে বলে ট্রাফিক সিগন্যালে গোলমাল;
আজ আইনের ছুটি, বাহনেও ত্রুটি,
চালকেরা বেশামাল।


ললনা...
আজকে তোমার জন্য তপন-মামাকে বলা হলো-
‘জ্বোলো না’।
কেউ একজন আসবে খোলা আকাশ পথ ধরে;
লাগে না যেন আঁচ, নেই পথে গাছ,
সৌন্দর্য যেন না মরে।


ললনা...
প্রকৃতির সব সৌন্দর্য নিয়েই কি তোমার জন্ম?
বলো না!
পবন চিরিয়া বদনটি নিয়া যবে হবে আগমন;
তুমি ছুটবে টানে, আমার পানে,
মাটিতে বৃষ্টির মতন।


ললনা...
আজ কি তুমি হারাবে আমার সাথে বাতাবরণে?
চল না!
তোমার জন্য সেজেছে অরণ্য বইছে উতলা পবন;
তুমি ছোঁবে আমায়, আমি তোমায়,
অতঃপর প্রেম রচন।


ললনা...
আজকে তোমার জন্যই যত স্নিগ্ধতা, তুমি কর না-
ছলনা।
বিহানে শিশির ভেজা স্নানে তোমায় মেখেছি প্রাণে;
মনের ক্যানভাসে, কলেজ ক্যাম্পাসে,
মুখরিত হবে ঘ্রাণে।


ললনা...
তুমি আসবে বলে নিশাচর প্রহরী এখনো ঘুমোতে
গেল না।
এক নজর দেখে তবেই ঘুমোবে ধরার সব প্রহরী;
তুমি আসবে ললনা! কখন বলো না?
তোমাতে মত্ত নগরী।


রচিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩; বাংলা কলেজ ক্যাম্পাস, মিরপুর-১, ঢাকা-১২১৬