ওরে প্রিয়তমা লাইলী,
তুই আমার ধুলা-বালি;
তোরে যদি মাখি গায়,
অন্তর-অগ্নি ক্ষান্ত হয়।


তোরে যদি করি মিস,
খাই বালি কিচকিচ।


ওরে ও প্রিয়া লাইলী,
তুই মোরে কী দেখাইলি?
মনে পড়ি তোরে খালি;
কিন্তু লোকে দেয় তালি,
আমি নাকি এশকে মাতাল;
কত গরুর ভাঙছি আতাল,
কেউ তো বলেনি আবাল,
জানে গোটা বিশ্ব পাতাল।


তুই সে আমার স্বপ্ন জানু,
আমি যে তোর চির মজনু;
এটা বলতেই বিবেক ছাবনা,
তাই যেতে হবে পাবনা।


আমি তো আছি জনম পাগল,
আয়, তোকেও বানাই ভোগল।


রচনাকাল: ২৫/জানুয়ারি/২০১৫ ইং, চলতি পথ।