যাচ্ছি হারিয়ে অভিমানের দূর শহরে,
চাইনি কলঙ্ক দিতে অভিযোগ-বহরে;
কারণ ভালোবাসার বিপরীতে অভিযোগ হয় না কখনো,
—হয় অভিমান;
কেননা প্রচণ্ড ভালোবাসি প্রিয় আমি যে তোমায় এখনো,
—এ প্রেম অম্লান।


যাচ্ছি চলে তোমার হতে অনেক দূরে
হয়ে যাব তোমার কাছে অচিন শহুরে;
কারণ কেউ কারো জন্য করে না অপেক্ষা স্রোতময় ভবে,
—থাকে না থেমে;
জানি তুমিও হয়ত আমায় ভুলে অন্য কারো সারথি হবে,
—মজবে প্রেমে


দূর থেকে দেখে যাব যদি থাক সুখে,
হারিয়েছি যে হাসি দেখতে তব মুখে;
কারণ তোমার ওই শোভন চেহারায় যে মলিনতা বারণ,
—খুঁজেছি সমাধান;
কী করে ফেরাব হাসি! অবশেষে দেখিনু আমিই কারণ,
—তাই এ অভিমান।


রচিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা।