~              || রচনা: ‘মায়াবতী’ মাধবীলতা (ছদ্ম নাম)
                || সম্পাদনা: শেখ প্রিন্স আকাশ


অবুঝ পাখিটা হায়,
বুঝি না তো সে কি’ই বা চায়!
খাঁচার ভিতরে থাকায়,
জানি না খালি কেন ছটফটায়।


কিসের এত টান হায়,
বুঝি না তো তার কিসের দায়!
আমায় খুঁজে বেড়ায়,
কানে-কানে কত কি বলে যায়!


অবুঝ পাখি এককালে-
কইত কথা মন খুলে অন্তর্জালে;
কেন তবে আজ তার,
হইয়াছে যে অতিকায় মুখ ভার।


কী সে বুঝাইতে চায়?
বুঝি না তো এই মুর্খ প্রাণে হায়;
সে তো ডাকে না আর,
করেও না তো ছোটাছুটি অপার।


আনমনে সে বসে থাকে-
খাঁচার এককোণে আঁকে-বাঁকে;
বুঝি সে থাকিতে না চায়,
আর বন্দি হয়ে হৃদয়ের খাঁচায়।


আজ বুঝি তাহার হিয়া,
স্বাধীনতার স্বাদ পেতে চায় গিয়া-
ওই অচিনপুরের গাঁয়,
যেথা তার সঙ্গী সাথীরা উড়ে যায়।



রচিত: ২০ সেপ্টেম্বর ২০২২, মোংলা, বাগেরহাট। (কবি শেখ প্রিন্স আকাশকে নিবেদন করে লিখেছেন তার মায়াবতী।)