কেটে যাক শত যৌবন,
ফুরিয়ে যাক শত জনমের মৌবন;
হারিয়ে যাক জীবন হতে পূর্ণতার যত নহর,
তবু তোমার অপূর্ণতা পূরণে গুনব অপেক্ষার প্রহর।


কেটে যাক অজস্র বসন্ত,
ঝরে যাক নিকুঞ্জে ফুল যত ফুটন্ত;
উবে যাক দিগন্ত ফিরে যাক যুদ্ধ-মগ্ন বহর,
তবু আমার যুদ্ধ চলবেই গুনে-গুনে অপেক্ষার প্রহর।


হারিয়ে যাক স্বতঃস্ফূর্ততা,
বিলিন হয়ে যাক এ দেহ-সক্ষমতা;
আসুক দেহে বার্ধক্য, লোপ পাক সব ঠাহর,
লক্ষ বার্ধক্যের পরেও আমি গুনবই অপেক্ষার প্রহর।


ফুরিয়ে যাক শেষ আশারা,
অবসরে যাক অপেক্ষার দেবতারা;
থেমে যাক মহা বিশ্বের সৃষ্টি-ধ্বংসের লহর,
তবুও মম অস্তিত্ব গুনেই যাবে তব অপেক্ষার প্রহর।


কেটে যাক সহস্র ধোঁয়াশা,
নেমে আসুক জীবনে অনন্ত কুয়াশা;
থেমে যাক ঘড়ির কাঁটা, বিশ্ব খাক কৃষ্ণডহর,
তখনও আমি তোমার তৃষ্ণায় গুনব অপেক্ষার প্রহর।


কেটে যাক হাজার বছর,
ফেটে যাক ভূপৃষ্ঠের উত্তপ্ত গতর;
পৃথিবী হয়ে যাক আগ্নেয়গিরির বিষণ্ণ শহর,
তখনও আমি গুনতে থাকব তোমার অপেক্ষার প্রহর।


রচিত: ০৮ নভেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭