শুরুটা সুন্দর ছিল, শেষটা বড্ড মলিন;
বন্ধুত্ব ভালোই ছিল, প্রেমটা বড্ড কঠিন!
সম্পর্ক পবিত্র ছিল, চরিত্রটা শুধুু জটিল;
সে শুধু আমার ছিল, বোঝাটা মুশকিল।


বন্ধুত্বের টান ছিল, সম্পর্কটা অমায়িক;
প্রেমটা‌ ভুল ছিল, বন্ধুত্বই কেবল ঠিক।
বাঁধনটা যে দৃঢ় ছিল, প্রেমে তবু বাঁধেনি;
সম্পর্কটা ভাঙছিল, হৃদয় তার কাঁদেনি।


সারা রাত কথা হতো, তবু হতো না শেষ;
মাঝে মাঝে গান হতো, সুরে সুরে উন্মেষ।
রাত যত গভীর হতো, তত কথা মজ্তো;
মন কষাকষি হতো, তবু আমায় ভজ্তো।


আর যবে প্রেম হলো, কাছে সে আসলো;
আদরের ছোঁয়া পেল, কাছে যবে বসলো।
মম হৃদে জায়গা হলো, তার হৃদে হয়নি;
ভালোবাসা পূর্ণতা পেল, তবু তার সয়নি।


সে যে কী চেয়েছিল, কিছুই তো বুঝিনি;
প্রেম কেন করেছিল? কারণ তো খুঁজিনি!
কেন ফের ভেঙেছিল, তাও ঘেঁটে দেখিনি;
সেই যে হারিয়েছিল, খুঁজে আর পাইনি।


কে জানে কে সে! কাঁদাল জীবনে এসে;
এখন সে কোন্ দেশে? গেলই যে ভেসে।
মারল আমায় হেসে,‌ গেলাম রে ফেঁসে;
কী লাভ পেল সে? হারিয়ে নিরুদ্দেশে!


আজ এসে বুঝলাম, বন্ধুত্বই খুঁজলাম;
দুঃখ বৈ কি পেলাম! প্রেমের পরিণাম।
বন্ধুত্ব ফের চাইলাম, তবুও না পেলাম;
জনম তরে হারালাম, হারিয়ে গেলাম!


যে ভালো বন্ধু ছিল, মিছে হলো প্রেম;
হৃদয়টা পুড়ছিল, খেলতে দিয়ে গেম।
যে ভুল হয়েছিল, হবে না কোনো দিন;
বন্ধুত্বই বেশ ছিল, প্রেমটা বড্ড কঠিন!


রচিত: ২২ ডিসেম্বর, ২০২৩; বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।