এবার আমি নিঃশ্বাস নিতে চাই,
শুধু প্রতীক্ষার প্রহর গুনতে চাই;
কবে তোমার সময় হবে,
কবে এই নিরবতার সন্ধি টুটবে,
আর প্রকৃতির সনে মিশে একাকার হয়ে
কবে ভালোবাসার ফুল তোমার ঐ হৃদয়ে ফুটবে!


এবার তোমাতেই দিলাম ভার,
অভিযাচন নিয়ে যাব না আর‌;
যেদিন তুমি হবে সদয়,
যেদিন তোমার কাটবে সংশয়,
আর তোমা হৃদে হবে তীব্র টান অনুভূত,
সেদিন তোমায় নতুন করে ভালোবাসব অতিশয়।


এবার সম্পর্কে ভিন্নতা আসুক,
এবার তব অন্তর ভালোবাসুক;
যতদিন না দাহ ঘুচবে,
যতদিন না তোমার ডাক শুনব,
আর যতদিন না তব টান হন্ন হয়ে খুঁজবে,
ততদিন বুকে পাথর চেপে প্রতীক্ষার প্রহর গুনব।


রচিত: ০৪ জুলাই ২০২২; বেনারসী পল্লী, মিরপুর-১০, ঢাকা-১২১৬