আমি সাম্যের কথা বলব,
তোমরা আমায় নাস্তিক বল,
আমি বর্ণবাদকে দলব;
আমি মানবতার কথা বলব,
তোমরা আমায় মুরতাদ বল,
আমি সত্যের পথে চলব।

আমি দুচক্ষে দেখি যত অনিয়ম,
তারে ভাঙতে মরিয়া হয়ে উঠি,
সে আমায় বল ধ্বংসের যম;
চতুর্দিকে সাম্প্রদায়িক যুদ্ধ-ক্রম,
আমি অসাম্প্রদায়িক হয়ে লড়ব,
তোমরা যতজন থাক বেশি-কম।

আমি শুদ্ধির কথা বলে যাব,
যতই বল “ইহা পাপ-পাপ”,
তবু শান্তির দ্বার কেবলই বাতাব;
আমি জাতের মাথা ডিঙাব,
বর্ণবাদী ঈশ্বরের প্রতিবাদ জানাব,
যদি নরকেও যেতে হয় যাব।

আমি মানুষের কথা বলব,
তোমাদের লাগুক যতই ঘা,
ভর্ৎসনায় আরো বেশি জ্বলব;
আর আসল পাপীর মুখোশ খুলব,
ধর্মই যত অধর্মের মূল উপাদান,
সে কথা বিশ্ব দরবারে তুলব।

আমি মানবধর্মের কথা বলব,
গোঁড়া ধার্মিক যতই ক্ষেপুক,
ধর্মকে গোড়া থেকে মলব;
ধুম্র সত্যের আড়ালে যে কলব,
তা বিশ্ববাসী জানুক-দেখুক,
আমি সাম্যের কথা বলবই বলব।


রচিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫; সোলাই, রিয়াদ, সৌদি আরব।