আর দিব না টিপসই,
লেখাপড়া শিখবই;
থাকব না রে পিছে পড়ে,
শিক্ষার আলো জ্বালব ঘরে।


যুগোপযোগী হয়ে ভূতল,
ধরব মোরা আগামী হাল;
ফিরব না রে জীবন থেকে,
এগিয়ে নিব প্রজন্মকে।


অন্যের হাতে খড়ি দেখে,
দৌঁড়াব না আর তো হেঁকে;
শিখব না জ্ঞান কমতি রেখে,
করব না রে বোঝা নিজেকে।


পূর্ণ জ্ঞানে গড়ব জীবন,
এই হস্তমুঠয় ধরব ভুবন;
সর্ব জ্ঞানের উড়িয়ে কেতন,
মোরা’ই হব এ দেশ রতন।


বদ্ধ গৃহের জানালা ধরে,
থাকব না ভূ দেখব ঘুরে;
বিশ্বে কিসের বইছে হাওয়া,
সবখানে দুর্নিবার যাওয়া।


তাই তো শিশু প্রজন্ম দল,
সংকল্প করেছি প্রবল:
বিদ্যালাভে মনোনিবেশ,
করে যাব গড়ে এ দেশ।


॥ রচিত: ২৬ মার্চ ২০১৫; নবম শ্রেণীতে পড়াকালীন স্কুল থেকে ফেরার চলতি পথে, মাঝবাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥