সত্যের মশাল জ্বেলেছি
এ জীবনের আয়ু দিয়ে,
সত্যের পক্ষে লড়ে আমি
যাব জীবনযাত্রা এগিয়ে।


সত্যের সন্ধানী আমি
সত্য না কভু ছাড়ি,
সত্যতে অটল থেকে
ইহকাল দেবো পাড়ি।


সত্য বুলির সাক্ষ্য দিয়ে
করে নেবো স্ব-স্থান,
মিথ্যার অপর পক্ষে আমি
সদা যে দণ্ডায়মান।


সত্যের মশালে আমি
ভেদি যে তিমির,
হোক না সে পথ মোর
নিরেট একাকীর!


সত্যের মহা জয় আমি
নিতে ছিনিয়ে,
জীবনটাকেও যে পারি
দিতে বিলিয়ে।


মিথ্যার প্রতিপক্ষ আমি
সত্যের মহা সাধক,
মিথ্যার নিরাশ্রয় আমি
সত্যান্বেষী রূঢ় ভাবক।


সত্যের জয়গান আমি
গাব চিরকাল,
ছাড়ব না রে আপ্রাণ দেহে
এ সত্যের মশাল।


—(১৪ বছর বয়সে লেখা)—
॥ রচিত: ২০ জুন ২০১৫, নিজভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥