আমি সৃষ্টিতে চির নন্দিত,
সৃষ্টি বিনা আমি যেন মৃত;
আমি খুঁজে পাই প্রাণ তখনই সৃষ্টির হলে উত্থান,
প্রতিটি সৃষ্টিই যেন আমার একেকটি নব প্রাণ।


আমি সৃষ্টির অতলে ডুবাই,
মৃত্তিকা হতে মহাশূন্যে যাই;
গ্রহ নক্ষত্র আর ধুমকেতুর সনে সন্ধি করে ফিরি,
উল্কার ন্যায় নিপতিত হই ধরায় বায়ুমণ্ডল চিরি।


আমি সৃষ্টির অপারে হারাই,
সৃষ্টিতে গড়ে চলি অনন্ত ঠাঁই;
নিজেকে করি সৃষ্টি আমি অমৃতের উপাদানে,
হবে জয়জয়কার মম যুগান্তকারী সৃষ্টির গানে।


আমি সৃষ্টির সন্ধানে টোকাই,
সৃষ্টিতে নিজেকে খুঁজে পাই;
আমি করেছি বক্ষে ধারণ সেই অবিনশ্বর প্রাণ,
যার নেই মৃত্যু শুধু জ্বলন্ত শিখা জ্বলবে অফুরান।


ভাবনার তীরে সৃষ্টিরা ভিড়ে,
করে মিছিল মস্তিষ্ক ঘিরে;
আবিষ্কারের তরে তোলপাড়ে আমায় করে ভার,
সেই মিছিলে করি ফের নতুন পৃথিবী আবিষ্কার,


আমি সৃষ্টিতে চির নন্দিত,
সৃষ্টিরা স্বার্থক হলে সমাদৃত;
মম দেহাবসান হলেও যেন সৃষ্টিরা হয় চিরজীবী,
সৃষ্টিতেই বাঁচব আমি যতদিন বাঁচবে এই পৃথিবী।


রচিত: ০১ নভেম্বর ২০১৮; আপন-নীড়, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।