একদিন আমিও আকাশের ঐ
তারার মিছিলে যোগ দেবো,
চিরকালের তরে প্রস্থান করিব,
নতুন এক ঠিকানা খুঁজে নেব‌।


আর পৃথিবীর ব্যস্ততম প্রাণীরা
ঠিক আগের মতোই রবে ব্যস্ত,
পাবে না কেউ মনে করার সময়,
সবাই সবার কর্মে পরম ন্যস্ত‌।


পৃথিবীর জন্য করি কত সাধনা!
আরেকটু এগোতে ভাবি দিনরাত,
প্রাণটা গেলে সব সাধনা অসার,
স্তব্ধ হয়ে যাবে মম পৃথিবী হঠাৎ।


যত ব্যস্ততা আমার ফুরিয়ে যাবে,
সময়ের স্রোতে সব মিলিয়ে যাবে,
এই সাধককে স্মরণ করার কেউ
এক বিন্দু সময়টুকুও না পাবে।


হে পৃথিবীর সবচে ব্যস্ততম প্রাণী!
নিজেকে নিয়ে কি একটুও ভাবো?
নাকি মরে গেছ প্রাণ থাকিতে তব?
একদিন তো আমরা মরেই যাব।


একদিন সব সাধনা থামিয়ে দেবো,
লেনাদেনার সবটুকু চুকিয়ে নেব;
চির অকর্মণ্য হয়ে আকাশের ঐ
___তারার মিছিলে যোগ দেবো।


রচিত: ০১ নভেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭