—(চতুর্দশপদী কবিতা [কখখক : গঘঘগ : ঙচঙচ : ছছ])


আমি এক বিচ্ছুর সাথে সংসার করি,
আমি একটা হাঙরের জন্যেই রাঁধি;
ঘন আঁধারে আমি তাসের ঘর বাঁধি,
আর জীবন-কলে দলিত হয়ে মরি।


আমি এক তমসার তামাশায় বন্দি,
আমি সুহৃদের দায়ে ফাঁসির আসামি;
নাট্যমঞ্চের চরিত্রে চিত্রায়িত স্বামী,
অভিনয় সনে করে চলি সদা সন্ধি।


আর কত? কতক্ষণ চলবে বিনয়!
ঘরটা বড় নড়বড়ে হয়ে দুলিছে;
এ ঘরে সংসার আর নয়, আর নয়,
দেখ নতুন দুয়ার ওই যে খুলিছে!


সে ঘর ভেঙে ফেল, যে ঘর অস্থাবর,
দীর্ঘস্থায়ী হয় না কভু তাসের ঘর।


রচিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।