তোমার হাতে হয়েছে রচনা এই জীবনের গল্প,
তোমা বিনা বাঁচতে শেখার ভাবা হয়নি বিকল্প;
তাই তোমার সনে এই জীবনে না হয় যদি ঠাঁই,
স্বপ্ন যত নিয়ে তবে তোমার হাতে খুন হতে চাই।


মম হৃদয়ের শুভ্র পাতার উপরে তুমি যে কার্বন,
তোমার তরেই জনম পাই দিলে প্রেমময় ঘর্ষণ;
আর তোমাকেই লেখি আমি তোমাকেই আঁকি,
তুমিহীনা এ জীবনের স্বাদ পুরোটাই যেন বাকি।


বড় আদরের পাখি আমি বাঁচি গো তোমাতে,
উড়াল দিলে পাখি আমার যাব গো কোমাতে;
তুমি বুক পাঁজরের পাখি হয়ে থাকো আমাতে,
আমি তব জপ জপেই যাই, না-পারি থামাতে।


তুমি মসজিদ মন্দির আমার তুমিই তো গির্জা,
তুমি উপাসনার কেন্দ্র আমার তুমিই যত ঈর্ষা;
তোমায় ধরি তোমায় ছাড়ি এই তো আরাধনা,
তুমিই আমার একান্ত সুখ তুমি অকাল যাতনা।


তুমি হারানোর ভয় আমার তুমি বুক দুরু দুরু,
তুমি শেষ ঠিকানা আমার তুমিই ছিলে শুরু;
তোমায় হারানো তাই জীবন হারানোর সমান,
চাই না সে হার আসুক, হোক এ কথা প্রমাণ।


বাঁচার সাধ তুমিই কেবল তুমি যে অষ্ট-প্রহর,
শেষ হয়ে যাব যদি ভেঙে দাও কভু স্বপ্ন মোর;
যদি কখনো দেখ হৃদয়ে তব ভালোবাসা নাই,
তবে জেনো শুধু তোমার হাতে খুন হতে চাই।



রচিত: ২৭ মে ২০২৩, সাতমসজিদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।