তুমি আজ আমার শুধুই স্মৃতি,
আর আমার যত ব্যর্থ উদ্ধৃতি;
মিলেমিশে হলো যে একাকার,
তবুও কবিতা লিখছি বেকার।
কারণ:
হৃদয়ের মোড়কে মোড়ানো,
বুকের বাঁ পাশেতে জড়ানো,
যে মানুষটির চির চেনা নাম,
তারে যে ভুলে যাওয়া হারাম।


তাই কবির কলমে যত কালি,
লিখতে লিখতে করবে খালি;
তবুও ফুরোবে না স্মৃতিচারণ,
যতক্ষণ না কবির হবে মরণ।


_______________


মম জীবনে তুমি চোরাবালি,
দিয়েছিলাম বহু জোড়াতালি;
তবু পেলে না জীবনে স্থায়িত্ব,
তাই ছন্দে বিরহ গাঁথি নিত্য।


কারণ:
চন্দনের আগুনে পোড়ানো,
যে শ্মশান বুকেতে জ্বালানো,
তা যে ভোলার উপায় নাই!
ভুলতে বলো কোথায় যাই?


তোমার সাথে মেলেনি জোড়া,
তাই হলো না আকাশে ওড়া;
তবু নিত্য যাই চাঁদের দেশেতে,
উন্মনে তোমারেই খুঁজে পেতে।


________________


তুমি আজ আমার শুধুই ছবি,
আর বুকে পাওয়া দুঃখ পদবী;
এটুকুই তোমা হতে মম অর্জন,
আর বাকি সব হলো বিসর্জন।
কারণ:
তুমিহীনা জীবন আমার শূন্য,
তুমি ছিলে আমার পাপ-পূণ্য;
তব তরে মম স্বর্গ-নরক তুচ্ছ,
তবু তুমি কোথা কারে খুঁজছ?


আর আমি ডুবছি তোমার ঐ
বিরহবিধুর স্মৃতি সিন্ধু থৈ থৈ;
কোথা গেল তব হৃদ-সম্প্রীতি?
হলে মম তুমি আজ শুধুই স্মৃতি!


রচিত: ২০ মার্চ; ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা -১২০৭