কোনো এক পূর্নিমার মায়াবী রাতে,
যখন জোছনার আলােয়
ঝলমল করবে পৃথিবী,
দখিনা বাতাস গায়ে শিহরণ জাগাবে,
বাড়ির পাশের হাসনাহেনারা  ছড়াবে সুবাস,
তখন তােমায় বলবাে
ভালােবাসি ভালােবাসি।।
এক উচ্ছল রৌদ্রস্নাত দিনে
সবুজ আর নীলে মাখামাখি হয়ে,
বিছানাকান্দির কলকল বয়ে চলা
শীতল জলে পা ডুবিয়ে,
তােমার চোখে চোখ রাখবাে।
আর বলবাে
ভালােবাসি ভালােবাসি।
হঠাৎ একদিন পড়ন্ত বিকেলে,
সূর্য যখন সাগরে মিশে যাবে?
তখন গােধূলির ওই রাঙা আলােয়
তােমার কাঁধে মাথা রাখবাে।
বলবাে
ভালােবাসি গো
ভালােবাসি।
জীবনের শেষ ঘুমের
যখন তুমি প্রহর গুনবে ?
আমার চিরচেনা তোমার নিঃশ্বাস
যখন স্তিমিত হয়ে আসতে চাইবে ?
সুখের সারথীরা সব
যখন দূরে সরিয়ে দিবে ?
তখনও তােমায় বুকে জড়িয়ে রাখবো।
আর বলবাে
ভালােবাসি ভালােবাসি
ভীষণ ভাবে ভালোবাসি।