তোমার মাঝে লুকিয়ে এক,তোমার মাঝে অনেক
তোমার মাঝে শত শত কণা, জলধি অনিঃশেষ
তোমার মাঝে লুকিয়ে সসীম,তোমার মাঝে অসীম
তোমার তুমি এক-বিপরীত,তোমার মাঝে অলীক


সবুজ কাননে শত শত ফুল, কত শত রঙ তার
রাতের তারা ভুঁড়ি ভুঁড়ি আর , লাখো লাখো সম্ভার
এক আলো তুমি,সাত সাত রঙ,অভেদ সত্যে সার
জনম জনম ,এক রূপে শ্বেত নিত্যের সম্ভার!


আমি নই তুমি, তুমি নও আমি ,এক এক তুলি সুর
কেউ নয় নারী,নয় কেউ পুং, চেতনায় নিগূঢ় ।


জগত কাননে শুধু চেতনা ,স্তরে স্তরে রূপ লয়
বিভেদ-ভেদে মিথ্যে  জেনো,নির্বোধ কথা কয় !